বিলিয়ারি আট্রেসিয়া হলো এক ধরনের বিরল রোগ যা শিশুদের যকৃতকে আক্রান্ত করে। এর ফলে এক বা একাধিক বাইল ডাক্ট বা পিত্তনালী অস্বাভাবিকভাবে সঙ্কোচিত কিংবা রুদ্ধ হয়ে যায় কিংবা এটা থাকেই না। ফলে যকৃত ক্ষতিগ্রস্ত হয়।
ইয়ানার জন্মের তিন মাস পর থেকে সে এই বিরল রোগে আক্রান্ত। ইয়ানার অসহায় বাবা কামারডাঙ্গা খ্রীষ্টিয় শান্তি একতা যুব সংঘের কাছে প্রার্থনা ও অর্থনৈতিক সাহায্যের আবেদন করেন। আমরা শান্তি একতা যুব সংঘের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা ও চেষ্টা করি ইয়ানার পাশে দাঁড়াতে।
ইয়ানার বর্তমান বয়স ১বছর ১মাস। বিলিয়ারি আট্রেসিয়া রোগে আক্রান্ত হয়ে ইয়ানার লিভারের প্রায় অর্ধেক অংশ নষ্ট হয়ে গেছে। তার শারীরিক অবস্থা দিন দিন অবনতি হচ্ছে।
খুলনা টুটপাড়ার বাসিন্দা পিতা বেলিটন গাইন ও মা নিপা গাইনের একমাত্র সন্তান ইয়ানা। কামারডাঙ্গা খ্রীষ্টিয় শান্তি একতা যুব সংঘের পক্ষ থেকে ইয়ানার জন্য সকল খ্রীষ্ট বিশ্বাসী ভাইবোনদের কাছে প্রচুর প্রার্থনা ও চিকিৎসার সাহায্য চেয়ে আবেদন করছি। ঈশ্বর ইয়ানাকে সুস্থ করে তুলতে তাঁর আরোগ্যদায়ী হস্ত প্রসারিত করুন ‘আমেন”।
Click hear