আজ ২২ই জুন রোজ বুধবার। এই দিনে স্বর্গীয় লুইস বিশ্বাস(কামারডাঙ্গা খ্রীষ্টিয় শান্তি একতা যুব সংঘের সম্মানিত সভাপতির ড্যানি বিশ্বাসের পিতা ) পরলোক গমন করেছিলেন। তার স্মৃতি স্মরণে স্মৃতি বার্ষিকী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় গ্রামের অনেকেই উপস্থিত ছিলেন এবং সেখানে উপস্থিত অনেকেই স্বর্গীয় লুইস বিশ্বাসের স্মৃতিচারণ করেন। উক্ত সভায় সভাপতিত্ব করেন নীলকান্ত স্বর্ণকার (কামারডাঙ্গা ক্যাথলিক চার্চ) এবং প্রভুর বাক্যের পরিচর্যা করেন সম্মানিত পালক রেভা পিযুষ সরকার (কামারডাঙ্গা ব্যাপ্টিস্ট চার্চ ) আরো উপস্থিত ছিলেন রিপন পাটোয়ারী(কামারডাঙ্গা ফেলোশিপ চার্চ ) এছাড়াও প্রভুর বাক্যের বিভাজন করেন নিকোলাস সরকার রকি।( কামারডাঙ্গা খ্রীষ্টিয় শান্তি একতা যুব )এছাড়াও গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা স্বর্গীয় লুইস বিশ্বাসের স্মৃতিচারণ করেন। আজকের সভার উদ্দেশ্য ছিল স্বর্গীয় লুইস বিশ্বাস। তার স্ত্রী ঋনা বিশ্বাস উক্ত সভার উদ্দেশ্য সামনে তুলে ধরেন। উদ্দেশ্যকে সামনে রেখেই সকল বক্তা বক্তব্য প্রদান করেন। একটি পদকে সামনে রেখেই আজকের প্রচার করা হয় ধার্মিকের স্মৃতি আশীর্বাদের বিষয়; কিন্তু দুষ্টদের নাম পচিয়া যাইবে। হিতোপ ১০.৭ পদ।
আমেন।
এছাড়া ও বক্তব্যের মূল বিষয় ছিল যে আমরা পৃথিবীতে এসেছি আর একদিন আমাদের অবশ্যই এই পৃথিবী কে ত্যাগ করে ঈশ্বরের রাজ্যের জন্য চলে যেতে হবে। কিন্তু অবশ্যই আমাদেরকে পবিত্র রূপে ঈশ্বরের কাছে যেতে হবে পাপের বেতন নিযে নয় কিন্তু আমাদের প্রভু যীশু খ্রীষ্টের মধ্যে যে অনন্ত জীবন রয়েছে সে অনন্ত জীবন আমরা লাভ করতে পারি। এই সকল উদ্দেশ্য সামনে রেখেই বক্তাগণ তাদের প্রচার পরিচালনা করেন এবং প্রত্যেকের মধ্যে ঈশ্বরের আত্মিক খাদ্য দান করেন। কামারডাঙ্গা খ্রীষ্টিয় শান্তি একতা যুব সংঘের পরিচালনায় আজকের সভা ঈশ্বরের আশীর্বাদে অনেক সুন্দরভাবে সাফল্যমন্ডিত হয়। এজন্য কামারডাঙ্গা খ্রীষ্টিয় শান্তি একতা যুব সংঘ প্নত্যেকই ঈশ্বরের গৌরব করে। জয়যীশু আমেন।