আমাদের সম্পর্কে জানুন

কামারডাংগা খ্রীষ্টিয় শান্তি একতা যুব সংঘ।

আমরা প্রচার, সামাজিক ও জনকল্যাণমূলক কাজ করি। সত্য, শান্তি, প্রগতি।
কামারডাঙ্গা খ্রীষ্টিয় শান্তি একতা যুব সংঘের যাত্রা শুরু হয়  ২রা ফেব্রুয়ারি ২০০৭ সালে। সেই সময়ে আমরা একটি মূল বচন নির্ধারণ করি।   আর তিনি তাঁহাদিগকে কহিলেন, তোমরা সমুদয় জগতে যাও, সমস্ত সৃষ্টির নিকটে সুসমাচার প্রচার কর। মার্ক ১৬:১৫ পদ।   মূল বচন এর উপর ভিত্তি করে আমাদের কার্যক্রম আমরা শুরু করি। আমাদের মূল লক্ষ্য ছিল যেন সকলেই প্রভুর বাক্য সম্পর্কে জানতে পারে এবং সেই মতো নিজেদেরকে পরিচালনা করতে পারে।   এটি আমাদের জন্য অনেক বড় একটি চ্যালেঞ্জ ছিল। ২০০৭ সালে আমাদের সদস্য সংখ্যা ছিল ১৫ জন।আর এই সামান্য সদস্য নিয়ে প্রতি সপ্তাহে একদিন প্রার্থনা সভা আমরা করতে শুরু করি। আর বর্তমানে আমাদের সদস্য সংখ্যা প্রায় ৯০ জন।   বাৎষরিক  আমরা একটি সভা করে থাকি যে সভাটিতে ৩০০ জনের মতো খ্রীষ্টভক্ত উপস্থিত থাকে এবং তাদের খাবারের ব্যবস্থা আমরা করে থাকি। এছাড়াও স্মৃতিচারণ সভা আমরা পরিচালনা করে থাক।  আমাদের এই সংগঠনটি সম্পূর্ণ স্বেচ্ছা দানের উপর নির্ভরশীল এবং সাংগঠনিক কমিটিতে যারা রয়েছে তারা স্বেচ্ছা দান এবং কায়িক শ্রম দিয়ে আমাদের সংগঠনটিকে পরিচালনা করে থাকে। এই সংগঠনে কেউ বেতনভুক্ত নয়। এই সংগঠনটি ঈশ্বরের আশীর্বাদ এবং মানুষের প্রার্থনার মধ্য থেকেই পরিচালিত হয়।   প্রার্থনা করবেন আমাদের সংগঠনটিকে যেন ঈশ্বর নিজ হস্তদ্বারা পরিচালনা দান করেন। আমেন।